ধলেশ্বরী একটি খরস্রোতা ও পুরাতন নদী । এক সময় এ নদীর গর্জনে মানুষ ঘুমাতে পারতনা ।নদীর তীরবর্তী মানুষেরা সব সময এ ভয়ে থাকত কখন যেন তার ঘরবাড়ী নদী বিলিন করে দেয়।নদীর এ ভাঙ্গনে কত মানুষ যে তার ঘরবাড়ী জমিজমা হারিয়েছে তার হিসেব নেই। এখন এ নদী এত শান্ত যে প্রায় সারা বছর মানুষ নদীর বুক দিয়ে পায়ে হেটে নদী পারি দেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস