বরাইদ ইউনিয়নের ইতিহাস : ধলেশ্বরী নদী ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে। অতীতে নেৌবন্দর হিসেবে ব্যবসা চলত। নদীর নাব্যতা হাড়িয়ে যাওয়ায় নৌ ব্যবসা আর আগের মত চোখে পরে না। কয়েকটি কাচা বাজার ও দোকান চাল কল, ঘানি, আটার কল আছে। এখানকার খান মজলিশ পরিবারটি বিখ্যাত। এখানকার লোকজন সরকারের অনেক বড় পদে অধিষ্ঠিত ছিল ও আছে। ইউনিয়নের প্রধান শিল্পের মধ্যে তাত অন্যতম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস